আধুনিক প্রযুক্তির ব্যবহার করে দেশীয় শিং মাছের চাষ করে সফল হয়েছেন তিন বন্ধু। তারা দেশীয় শিং মাছের চাষ করে লাভবান হচ্ছেন। তাদেরকে দেখে অনেক চাষি মাছ চাষে ঝুঁকে পরছেন। এবং অনেকে তাদের কাছ থেকে মাছ চাষের জন্য পরামর্শ নিচ্ছেন।
সূত্রে জানা যায়, আব্দুর রশিদ ও তার দুই বন্ধুর যশোরে শার্শা উপজেলায় বাসিন্দা। তারা প্রথমে ১৫ কাঠার জমির পুকুর লিজ নিয়ে শেখানে শিং মাছের রেনু পোনা ছাড়েন। তাদের ৩২ শতাংশের পুকুরে চার গ্রাম ওজনের পাঁচ হাজার পোনা মজুদ করে রেখেছেন। সেখানে দিনে দুইবার মাছের খাদ্য প্রয়োগ করেন। আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করে পুকুরের ভেতরে মাছের বিষ্ঠা পরিষ্কার করছেন। তারপর মাছের বিষ্ঠাগুলো আধুনিক প্রযুক্তির ব্যবহার করে জৈব সার তৈরি করছেন। তারা পরিকল্পনা করছেন হাইপ্রোটিন জাতীয় মাছের খাদ্য তৈরি করার।
মাছ চাষি আব্দুর রশিদ বলেন, পরিচর্যার ত্রুটির কারণে শিং মাছের লেজ বাঁকিয়ে যায়। এই কারণে মাছের পরিপুষ্ট হয় না। শিং মাছ চাষে সফল হতে হলে সঠিক পরিচর্যা জানতে হয়। জানা না থাকলে সেই চাষি কখনও সফল হতে পারবে না। উপজেলার মৎস্য কর্মকর্তারা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিয়েছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান বলেন, আমি তাদের পুকুরগুলো কয়েকবার পরিদর্শন করেছি। এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিয়েছি। তারা চাষে লাভবান হতে পারবেন বলে আশা করছি।