টাঙ্গাইলে সজনের কেজি ১৮০ টাকা!

রমজানকে সামনে রেখে টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধ্বমুখী। সবজির বাজারেও সেই ছোঁয়া লেগেছে। বর্তমান বাজারে কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত প্রায় সব সবজির দাম বেড়েছে। সবথেকে ব্যাতিক্রম হলো সজনের দামে। বাজারে সজনের দাম অস্বাভাবিক। বর্তমানে প্রতি কেজি সজনে ১৭০-১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে সব শ্রেণীপেশার ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে।

জানা যায়, টাঙ্গাইল পৌর শহরের ও প্রায় সব উপজেলাগুলোর বাজারগুলোতে বেশি দামে সজনে বিক্রি করা হচ্ছে। এই সবজির দাম গতবছরের তুলনায় প্রায় তিন গুন বেড়েছে। এছাড়াও অন্যান্য সব সবজিরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। আসন্ন রমজানকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও দাম বৃদ্ধি করা হচ্ছে। এতে সর্বসাধারনের ক্রয় ক্ষমতা কমে আসছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি কাঁচা বাজারে সজনে কিনতে আসা হাসান মাহমুদ বলেন, অন্যান্য সবজির মতো গত কয়েকবছর যাবত বাজারে আগাম সজনে উঠছে। কিন্তু গত বছরের তুলনায় এবছর নতুন সজনের দাম তিনগুন বেশি। গতবার প্রতিকেজি সজনে ৫০-৬০ টাকা কিনেছি। আর এবার সেই সজনের দাম ১৭০-১৮০ টাকা হয়েছে। এখন আর সজনে কিনে খাওয়া সম্ভব না।

ভূঞাপুর নতুন কাঁচা বাজারের সবজি বিক্রেতা রহমত মিয়া ও শাহীন আলী বলেন, বর্তমান বাজারে সজনের সরবরাহ কম। ধীরে ধীরে নতুন সজনে বাজারে উঠছে। এর চাষ কম হওয়ায় কৃষকদের কাছ থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে। তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হয়। এছাড়াও অন্যন্য সবজির দামও বেশি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, রমজান মাস উপলক্ষ্যে কেউ যেন অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রি করতে না পারে আমরা সেই লক্ষ্যেই বাজারগুলা মনিটরিং করবো। আর সকলের সাহায্য কামনা করছি।