দুয়া এমন একটি ইবাদাত যার মাধ্যমে আমরা সরাসরি আল্লাহ্ তা’আলার সাথে একটি সরাসরি সম্পর্ক গড়ে তুলতে পারি। আমরা যখন মানুষের কাছে কিছু চাই, আমাদেরকে অনেক বিষয় মাথা রেখে চাইতে হয় – কারো কাছে বার বার কিছু চাওয়া হলে, সে রেগে যেতে পারে। অন্যদিকে আল্লাহ্র কাছে আমরা যত বেশি চাই, আল্লাহ্ তত বেশি খুশি হয়ে যান।
এই রামাদান মাসকে আমরা কিভাবে দুয়ার আলোয় আলোকিত করতে পারি, দেখে নেই এই ভিডিওতে।