আগামী বৃহস্পতি বা শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে যিলহাজ্জ মাস। বছরের শ্রেষ্ঠ ১০ রাত, রমজান মাসের শেষ ১০ রাতের ব্যাপারে আমরা সবাই অবগত থাকলেও, বছরের শ্রেষ্ঠ ১০ দিন – যিলহাজ্জ মাসের প্রথম ১০ দিনের ইবাদতের ব্যাপারে আমরা অতটা তৎপর থাকি না।
জেনে নেই এই যিলহাজ্জ মাসকে কীভাবে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি।
ইউটিউব: https://youtu.be/aMrMQP68Ikc