যৌতুক একটি অন্যায় প্রথা। ইসলামে তো এর কোন স্থান নেই, এমন কি গোটা সভ্য সমাজ এটাকে একটি ঘৃণ্য বস্তু হিসেবে চিহ্নিত করেছে। তাই আমরা কেউ যৌতুক নেই না। যৌতুক নেয় দূর কোন অজপাড়াগাঁয়ের অশিক্ষিত, নীতিবিহীন মানুষেরা। আমরা তো শিক্ষিত। আমরা কেন যৌতুক নেব?
বাস্তবতা কি আসলেই তাই? “যৌতুক” নামে না হলেও, অন্য কোন বেশে যৌতুক আমাদের ‘সুশীল সমাজে’ ঢুকে পড়ছে না তো?