Corona-Virus

করোনায় বাংলাদেশে আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৫৬

আজ সোমবার (০৩ আগস্ট) ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ১৮৪ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৫৬ জন। বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার ১০২ জন। করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৭ হাজার ৯০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ২৩৮টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ২৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৫৪৪টি।

সোমবার (০৩ আগস্ট) ২৪ ঘণ্টায় মৃত্যু ৩০ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী ৫ জন।

 • বিভাগওয়ারী হিসেবে এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৫ জন,
 • চট্টগ্রাম বিভাগে ৫ জন,
 • খুলনা বিভাগে ৪ জন,
 • রাজশাহী বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ,
 • রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে,
 • এদের মধ্যে হাসপাতালে ২৭ জন ও বাসায় ৩ জন মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায় :

 • ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন,
 • ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন,
 • ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন,
 • ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন,
 • ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন,
 • ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন,
 • ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৫২ হাজার ২৭৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৩ হাজার ৪৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮২৫ জন।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পরই ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button