আজ করোনায় আরও ৫০ মৃত্যু, শনাক্ত ১৯১৮
আজ মঙ্গলবার (০৪ আগস্ট) ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ১৯১৮ । এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ২৩৪ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ১৯১৮ জন। বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২০ জন। করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৮৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ২৩৮টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭১২ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ১ হাজার ২৫৬ টি।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট) ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও নারী ৬ জন।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পরই ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।